রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

জলাতঙ্ক রোগ নির্মূলে সালথায় অবহিতকরণ সভা 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

জলাতঙ্ক রোগ নির্মূলে সালথায় অবহিতকরণ সভা 

দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে গতাকাল মঙ্গলবার লাইন ডাইরেক্টরের (সিভিসি) উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল হাসান, প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা ডা. মো. নাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রীতম দাস।

অবহিতকরণ সভায় জানানো হয়, চলতি মাসের ১৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রতিটি ইউনিয়নে বেয়ারিশ কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করবে। পোষা কুকুর ও বেড়ালকেও টিকা প্রদান করা হবে। 

প্রতিটি টিমে ৬ জন করে কাজ করবে। ৫দিন ব্যাপি এই কর্মসূচিতে বেয়ারিশ কুকুরকে টিকা দিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান করা হয়েছে।

টিএইচ